যারা অনেকদিন ধরে ফ্রী ওযেব হোস্টিং সাইট খুজছেন তাদের জন্য আজ আমার এই টিউন। এই সাইট টি যে সুবিধাগুলো দিচ্ছে তা হয়ত প্রায় অন্য সবাই দিচ্ছে কিন্তু এদের মত এত বেশি পরিমানে নয়।
তাহলে দেখা যাক তারা কি বিশাল সুবিধা গুলো দিচ্ছে :
- ১. প্রথমেই আসি Space এর উপর 300 GB space for hosting . কি চলবে তো ? নাকি আরো লাগবে, তাও এক্কেবারে free তে।
- ২. মাসিক Bandwidth 300 GB. আমার মতে একটি Professional মানের Site চালানোর জন্য যথেষ্ট।
- ৩. এবার আসি Domain এর বিষয়ে . byethost.com আপনাকে ৩ ধরনের domain দেবে প্রত্যেকটিতে আবার সর্বোচ্চ ৫০ টি করে domain তৈরী করতে পারবেন আপনি. অর্থাৎ, 50 addon domains + 50 parked domains + 50 sub domains = 150 domains (in total)
- ৪. কিছু কিছু ফ্রী ওয়েব হোস্টিং সাইট আছে যেখানে আপনাকে sign up করার পর তাদের নির্ধারিত ফোরামে প্রতি সপ্তাহ বা দুই সপ্তাহে অন্তত একবার যোগদান করতে হয় (আপনি চান আর নাই চান)। কিন্তু www.bdfree.host এ এইসব অনাকাঙ্খিত আপদের মোকবিলা আপনাকে করতে হবে না। byethost.com একটি বিজ্ঞাপন মুক্ত free hosting provider.শুধু তাই নয় এখানে আপনি আপনার parent domain ও পরিবর্তন করতে পারবেন। যেমন ধরুন আপনি হয়ত mywebsite নামে একটি free domain নিতে চাচ্ছেন কিন্তু কেউ হয়ত আগে থেকেই আপনার parent domain (অর্থাৎ mywebsite.parentdomain.com অথবা mywebsite.parentdomain.net) -এ একই নামে (mywebsite) register করে রেখেছে এবং তা এখনও active আছে। অন্য কোনো free hosting provider হলে আপনাকে একটির বাইরে আরো একটি অথবা সর্বোচ্চ দুটি parent domainদিবে কিন্তু www.bdfree.host আপনাকে একটি ছাড়াও অতিরিক্ত আটটি parent domain দিবে আপনার পচ্ছন্দসই domain name নেয়ার জন্য।
- ৫. এবার একটু ftp র ব্যাপারে আসি www.bdfree.host/ আপনাকে ফুল ftp account সার্ভিস প্রদান করছে।
- ৬. MySQL Database: সাধারণত অনন্য free hosting provider রা সর্বোচ্চ ৫ টি sql database দিয়ে থাকে। অনেকে আবার একটি বা দুইটি মাত্র দিয়ে থাকে তো এই অল্প databese নিয়ে আমরা একটি বা দুইটি site চালিয়ে থাকি। অনেকে আবার একটি Detabase কে Split বা Share করে একাধিক Dynamic website চালিয়ে থাকেন। কিন্তু www.bdfree.hostকম ইউজারদের এই ধরনের কষ্ট করার কোনো দরকার নাই, কারণ www.bdfree.host -এ প্রত্যেক ইউজারকে ৫০ টি MySQL Database দেয়া হই তাও আবার একদম ফ্রী তে।
- ৭. Email Management : www.bdfree.host আপনাকে Unlimited POP email accounts with built in email management panel . এছাড়াও রয়েছে ইমেল এর জন্য MX Record পরিবর্তন করার সুবিধা যার ফলে আপনি GMail থেকে ফ্রী account নিয়ে আপনার সাইটের MX Record পরিবর্তন করে আপনার নিজের Domain -এ নিতে পারেন।
যার ফলে আপনার নতুন ইমেল ঠিকানা হবে আপনার নাম @ আপনার ডোমেইন.কম।
আরো বিস্তারিত তথ্যের জন্য নিচে BDfree.host ওয়েব সাইটে দেখুনঃ www.bdfree.host অথবা http://bdfree.host/signup.php