ভক্তদের জন্য দুঃসংবাদ, চার বছরের জেল হচ্ছেন মেসি'র...!!!




আশঙ্কাই সত্যি হতে চলেছে৷ লিওনেল মেসির চার বছরের জেল এর রায় দিয়েছে গতকাল আর্জেন্টিনার একটি আদালত। ৮০ শতাংশ ট্রান্সফার ফি না দেওয়ার জন্য জেল হতে চলেছে মেচির৷ পাশাপাশি বার্সলোনার প্রাক্তন প্রেসিডেন্ট স্যান্ড্রো রাসেলেরও পাঁচ বছরের জেল হতে চলেছে৷

একইসঙ্গে ৮.৫ মিলিয়ন ইউরো জরিমানা হতে চলেছে বার্সার প্রাক্তন প্রেসিডেন্টের৷ কিন্তু কেন?



২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত বিশাল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন মেসি। বার্সা ফরোয়ার্ডের বিরুদ্ধে ৪১ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ। বাংলাদেশি মুদ্রায় ৩৬ কোটি টাকার সমান। এর দায় বর্তায় মেসির এজেন্টের ভূমিকা পালন করা তাঁর বাবা হোর্হে মেসির ওপরও। উরুগুয়ে, বেলিজ, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের কিছু নামকাওয়াস্তে প্রতিষ্ঠানকে ব্যবহার করে বার্সেলোনার ফুটবল তারকার ছবি স্বত্ব বিক্রির মাধ্যমে এ কর ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ অভিযোগে মেসি ও তাঁর বাবাকে ৪(চার) বছরের জেল দিয়েছে।


-নিউজ২৪

Related Posts
Previous
« Prev Post