নতুন ঘোষণা অনুযায়ী আগামী ১৫ নভেম্বর-এর মধ্যে সিম নিবন্ধন করতে হবে

নতুন ঘোষণা অনুযায়ী আগামী ১৫ নভেম্বর-এর মধ্যে আপনাকে আপনার মোবাইল ফোনের সিম নিবন্ধন করতে হবে। এই নিয়মটি শুধুমাত্র ২০১২ বা তার পরবর্তী সময়ে যারা
সিম কিনেছেন, সেই গ্রাহকদের জন্যই প্রযোজ্য হবে। ২০১২ সাল বা পরবর্তী সময়ে কেনা সিমের গ্রাহকরা নিজেরাই উদ্যোগী হয়ে সিম নিবন্ধন করতে পারবেন।
অন্যদিকে, যারা ২০১২ সালের পূর্বে সিম কিনেছেন, তাদের কাছে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০১৫ এর মধ্যে এসএমএস-এর মাধ্যমে নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিম পুনরায় নিবন্ধনের নির্দেশনা জানিয়েছে। তাই এখন মোবাইলে এসএমএস-এর মাধ্যমে সহজেই ঘরে বসে যে কেউ মোবাইল সিম নিবন্ধন করে নিতে পারবেন।

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকেরা- মোবাইলের এসএমএস অপশনে গিয়ে ইংরেজিতে তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, পূর্ণ নাম লিখে ১৬০০ নম্বরে এসএমএস-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। সিটিসেল গ্রাহকেরা- মোবাইলের এসএমএস অপশনে গিয়ে U লিখে স্পেস দিয়ে, ইংরেজিতে তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, পূর্ণ নাম লিখে ১৬০০ নম্বরে এসএমএস-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। ফিরতি এসএমএস (Your request has been accepted. Thank you for the information)-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার তথ্য গ্রহণ করা হয়েছে।

Related Posts
Previous
« Prev Post